স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের চাঞ্চল্যকর স্ত্রী শ্রাবনী আক্তার হত্যা মামলার প্রধান পলাতক আসামী স্বামী হাসান বেপারীকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-৬। ফরিদপুর জেলার ভাংগা উপজেলার রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানায়, গত ২৬ মার্চ মুকসুদপুর উপজেলার সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবনী আক্তারকে ইফতার পার্টির কথা ডেকে নেয় শ্বশুরবাড়ির লোকজন। পরদিন ২৭ মার্চ শ্রাবনী অসুস্থ বলে তার বাবার বাড়িতে খবর দেয়া হয়। পরে পরিবারের সদস্যরা বাড়ীতে এসে শ্রাবনীকে মৃত অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহু দেখতে পায়। এ ঘটনায় নিহতরে মা বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা উপজেলার রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান হাসান বেপারীকে আসামী গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। #
Leave a Reply