এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে মার্কেটগুলোতে গত কয়েকদিন থেকে ক্রেতাদের ভিড় বাড়ছে। অন্য বছরের তুলনায় এ বছর মার্কেট ও দোকান সংখ্যাবৃদ্ধিসহ দোকানে মানসম্পন্ন বিলাসবহুল বাহারি পোশাক পাওয়া যাচ্ছে। এ কারণে উপজেলার দোকাগুলোতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বেশ জমে উঠেছে ঈদের কেনাকাটা। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উপজেলা সদরের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় চোখে পড়ার মতো ছিল। দোকানীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তবে দুই-তিনদিন পর থেকে ভীড় আরো বাড়বে এমন প্রত্যাশা দোকানীদের।
দুই সপ্তাহ পরে পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই খুশিকে কয়েকগুন বাড়িয়ে দেয় নতুন কসমেটিকস, জুতাসহ জামাকাপড়। এ জন্য শিশুসহ সব বয়সি নারী-পুরুষ তাদের পছন্দের সব কসমেটিকস, জামাকাপড় কিনতে দোকানগুলোতে ভিড় করেন। উপজেলা শহরসহ জেলা শহরে কিনাকাটা করতে ছুটে গেলেও এ বছর জেলা শহর ও অন্য উপজেলায় লোকজন কম যাচ্ছেন। ক্ষেতলাল উপজেলায় গত বছরের তুলনায় এ বছর মার্কেটের সংখ্যা বৃদ্ধিসহ কাপড়সহ অন্যান্য দোকানের সংখ্যা অনেক বেড়েছে। এ সব দোকানগুলোতে থরে থরে বাহারি সব ধরনের ড্রেস সাজানো রয়েছে।
সরজমিনে গতকাল শনিবার উপজেলা সদরের মন্ডল সুপার মার্কেট, বাঁধন সুপার মার্কেট, মুনির কমপ্লেক্স, হাজী সুপার মার্কেট, স্কুল মার্কেট ও নিউ মন্ডল টাওয়ার মার্কেট ও তালুকদার শপিং কমপ্লেক্স ও চৌধুরী ম্যানশনে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। তবে মহিলাসহ শিশুদের সংখ্যায় তুলনামুলক বেশি দেখা গেছে। দোকানীরা ক্রেতাদের পছন্দের কাপড় দেখানোর জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, দিনের বিক্রি শেষে সেগুলো গুছিয়ে রাখেন। তবে দুপুরে দোকানগুলোতে ভীড় কম থাকলেও সকাল ও সন্ধ্যায় ভীড় বেশি থাকে এবং বেচাবিক্রি বেশি হয় বলে দোকানীরা জানান।
মন্ডল সুপার মার্কের্টের দোকানী আবু হোসেন বলেন, গত তিন-চার দিন থেকে ক্রেতাদের উপস্থিতি বেশি হওয়ায় আল্লাহর রহমতে বিক্রিও বেড়েছে।
নতুন উদ্বোধন হওয়া মুনির কমপ্লেক্সে মার্কেট করতে আসা ক্রেতা নিশাত সুলতানা বলেন, আমি আগে কালাই গিয়ে ঈদের কিনাকাটা করতাম। এ বছর ক্ষেতলালেই অনেক ভালো কাপড় পাওয়া যাচ্ছে। এ কারণে ক্ষেতলালেই নিজের জন্য থ্রি পিস, স্বামীর জন্য পাঞ্জাবি, শার্ট ও মেয়েদের জন্য কসমেট্রিকস ও কাপড় কিনলাম।
মুনির কমপ্লেক্সের দোকানী আল আমিন বলেন, নতুন মার্কেট এটি। এখনো অনেকে জানেনা। তবে মোটামুটি ক্রেতা আসছে। এই মার্কেটের সব দোকানে ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। ক্রেতারা পছন্দসই জামাকাপড় কিনতে পারবেন।

Leave a Reply