মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানালেন সুন্দরগঞ্জের সাধারণ মানুষজন।
জানা গেছে, প্রমোশনজনিত কারণে চলতি মাসের ০৩/০৪/২৩ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফ বদলি হন। তিনি বগুড়া জেলায় এডিসি হিসেবে ১০/০৪/২৩ ইং তারিখে যোগদান করবেন বলে জানা গেছে। যার কারণে সোমবার সকালে তিনি সুন্দরগঞ্জের দীর্ঘদিনের কর্মস্থল ত্যাগ করার সময় জনসাধারণ তাঁকে গাড়িতে উঠতে না দিয়ে পায়ে হেটে হেটে পৌর শহরের কাঁঠালতলী মোড় পর্যন্ত নিয়ে যান। সেই সাথে চোখের জলে বিদায় জানান বিদায়ী ইউএনও মারুফকে। পাশাপাশি তাঁর জন্য নতুন কর্মস্থলের সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধী,১৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ অসংখ্য সাধারণ মানুষ। এখন থেকে তদস্থলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করবেন। বিদায়কালে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য সদ্য ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
ইউএনও মারুফকে চোখের জলে বিদায় জানালেন সুন্দরগঞ্জবাসী

Leave a Reply