সম্মাননা পেলেন শীর্ষ সংবাদ এর সিনিয়র সাংবাদিক

সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন শীর্ষ সংবাদ এর সাংবাদিক তাবারক হোসেন আজাদ সহ তিন সংবাদকর্মী। পবিত্র রমজান উপলক্ষে রায়পুর সাংবাদিক ইউনিয়ন এই সম্মাননা প্রদান করে। একই সাথে একাধারে দুইবার নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়াকেও সংবর্ধিত করা হয়।

পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান সংবর্ধিত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধিত সাংবাদিকরা হলেন, শীর্ষ সংবাদ এর সাংবাদিক ও রায়পুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ ও সংবাদকর্মী মোঃ মাসুদ।

শনিবার সন্ধায় ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াহিয়া মামুন বিন জাকারিয়া, পৌর আ’লীগের সভাপতি কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, সম্পাদক এমআর সুমন, বিটিবির জেলা প্রতিনিধি জহির উদ্দিন, পৌরসভার কাউন্সিলর আবু ইউসুফ, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আবদুর রহমান তুহিন চৌধুরী, সম্পাদক জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আজম ও সমাজ সেবক তাহসিন হাওলাদার প্রমুখ।

এ অনুষ্ঠানের আয়োজন করে রায়পুর সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ওয়াহিদুর রহমান মুরাদের সভাপতিত্বে এবং শিক্ষক শিমুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *