পুলিশ সদস্যর উপর হামলায় আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-৩

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতা ও তার দলবল থানা পুলিশ সদস্যকে মারধর করে রক্তাক্ত জখম করায় পুলিশের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, সহযোগি জিয়া ফরিয়া ও মনির পাইককে শনিবার রাত দশটার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা। আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মোঃ গোলাম সরোয়ার পুলিশের উপর হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার শিকার পুলিশ সদস্য শ্রী ভূদেব বিশ্বাসের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত জাকির পাইকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, শনিবার ইফতারের আগ মুহুর্তে ভূদেব চন্দ্র বিশ্বাস সমন ডিউটি করে মোটরসাইকেল যোগে থানায় ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদের গেটের সামনে পৌঁছলে জাকির পাইক রাস্তার উপর মোটরসাইকেল রেখে গল্প করায় পুলিশ সদস্য ভূদেব হর্ণ দিলে কিছু বুঝে ওঠার আগেই ক্ষিপ্ত হয়ে জাকির পাইক তাকে এলোপাথারী চর, কিল ঘুষি মারতে শুরু করে। জাকিরের সাথে তাৎক্ষনিক মারধরে যোগ দেয় তার বংশের মনির পাইক, জিয়া পাইক, শহীদ পাইকসহ ৯/১০জন। এসময় ভূদেব হেলমেট খুলে নিজেকে থানা পুলিশ সদস্য পরিচয় দিলেও হামলাকারীরা শান্ত না হয়ে অর্তকিতভাবে ভূদেব এর উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং গালাগাল করে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক (৪৪) তার সহযোগী জিয়া ফরিয়া (৩৮) মনির পাইক (৩৮)কে আটক করে। ওসি আরো জানান, শনিবার রাতেই আহত পুলিশ সদস্য ভূদেব চন্দ্র বিশ্বাস বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, জাকিরের বড় ভাই বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক,একই গ্রামের জিয়াউর রহমান পাইক, জহিরুল ইসলাম পাইক, মনির পাইক, সান্টু ফকির, রুহুল ফরিয়া, বক্কার পাইকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করেছে, নং-৪ (৮.৪.২৩)।মামলার তদন্তকারী অফিসার এসআই আলী হোসেন জানান, শনিবার রাতে আটক ছাত্রলীগ নেতা জাকির পাইকসহ তিন জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *