সুনামগঞ্জে অবস্থানরত জামালগঞ্জ উপজেলা বাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে অবস্থানরত জামালগঞ্জ উপজেলা বাসীদের আয়োজনে সুনামগঞ্জ পৌর শহরের পানঁসী রেষ্টুরেন্ট এর ২য় তলা হল রুমে, আমরা জামালগঞ্জ বাসী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে ইফতারের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় আমরা জামালগঞ্জ বাসী সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও সংগঠনের ক্যাশিয়ার মো: সিরাজুল হক অলি”র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত্। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আসাদ উল্লাহ সরকার, আলহেরা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মো: নজরুল ইসলাম, সংগঠনের সদস্য মো: মদরিছ মিয়া চৌধুরী, ইসলামী ব্যাংকের ম্যানাজার (অপারেশন) নেছার আহমেদ চৌধুরী, সংগঠনের সদস্য আব্দুল মতিন, সেলিম আহমদ, এডভোকেট শাহিনুর রহমান, এডভোকেট আব্দুল খালেক, সদস্য মহসীন রেজা মানিক, প্রভাষক নজরুল ইসলাম, সদস্য রঞ্জিত তালুকদার, লিটন সরকার , সাংবাদিক দিলাল আহমদ , এমরান আহমদ, আবু হানিফ প্রমূখ । প্রধান অতিথি নাদের বখত্ বলেন আমার বড় ভাই প্রয়াত সাবেক পৌর মেয়র আইয়ূব বখত্ জগলুল সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জগন্নাথপুর, ছাতক সংগঠনকে অফিসের ব্যবস্থা করে দিয়েছেন । আজ আপনাদের এই বন্ধন জামালগঞ্জ বাসীর জন্য একটি আনন্দগণ পরিবেশের সৃষ্ঠি করেছে । আপনাদের উপজেলা বাসীর এই বন্ধনকে আরও জোরদার করতে প্রয়োজনের শহরে অফিসরে প্রয়োজন হলে সংগঠনকে অফিসের ব্যবস্থা করা হবে এবং আপনাদের সহযোগিতা করতে আমি আপনাদের পাশে থাকব। আলোচনা শেষে সকলে একসঙ্গে ইফতার প্রার্টিতে মিলিত হন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *