July 1, 2025, 11:50 am
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- দ্বীপ রাস্ট্র মালদ্বীপের হা -আলিফ দিদ্ধু আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশীরা পবিত্র মাহে-রমজান কে ঘিরে প্রতি বছরের মতো এবারো ইফতার ও দোয়ায় আয়োজন করেন শুক্রবার (৭ এপ্রিল) ২০২৩ আয়োজনে থাকছে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী, মিশরী, পাকিস্তান, ভারতের নাগরিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোঃ সোহেল আহমেদ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম ও খতিব জাউহারি, আলী মাসজিদুননুর।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাফেজ মোঃ মিজানুর রহমান
কোরআন শিক্ষক চৈন জামিয়া মালদ্বীপ।পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ তাইয়্যুবুর রহমান ইমাম পাকিস্তান।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন হাফেজ মোঃ আদিল আহমেদ কেরাত ডিপার্টমেন্ট পাকিস্তান, আসিফ আহমেদ স্কুল শিক্ষক ভারত ডিপার্টমেন্ট।
উল্লেখ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী এবং অন্যন্য প্রবাসীদের উপস্থিতে প্রায় তিন শতাধিক প্রবাসীদের নিয়ে এই আয়োজন করেন মালদ্বীপের আইল্যান্ডে বসবাস প্রবাসী বাংলাদেশীরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন হা-আলিফ দিদ্ধু আইল্যান্ডের সকল প্রবাসীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন পবিত্র মাহে-রমজানে প্রবাসীদের জন্য প্রতি বছরের মতো এই মহতি উদ্যোগ নিয়ে ইফতার আয়োজন করেন মালদ্বীপ আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা এট প্রশংসনীয় তারা প্রবাসীদের মাঝে যে মানবতার দৃষ্টান্ত স্হাপন করেন।
এবং অনেক সুন্দর ভাবে প্রবাসীদের চাহিদা মতো ইফতার সাজানো হয়েছে রোজাদারদের জন্য।
পরিশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করে এবং পবিত্র মাহে-রমজানের ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।