বেতাগীতে স্কাউটস দিবস ২০২৩ উদযাপন

বেতাগী বরগুনা প্রতিনিধি।

উপকূলীয় জনপথ বরগুনার বেতাগীতে স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে পালিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩’।

শনিবার (৮ এপ্রিল) ‘স্কাউটিং করবে,স্মাট বাংলাদেশ গড়বো বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিশেষ ডে ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার গোলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট এর সভাপতি সুহৃদ সালেহীন।

বিশেষ ডে ক্যাম্প ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সহ-সভাপতি শহিদুল রহমান, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক ও বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট দলের ইউনিট লিডার লুৎফর রহমান স্বপন, সিনিয়র সহকারী মোঃ শাজাহান কবির,বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকা শেলিনা আক্তার, বেতাগী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট মোঃ খাইরুল ইসলাম মুন্না প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট এর সভাপতি সুহৃদ সালেহীন বলেন, সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব, অপরের প্রতি কর্তব্য এবং নিজের প্রতি কর্তব্য পালন– এই তিন মূলনীতির মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্কাউটিং পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য সংখ্যা ২৪ লাখ ৩৪ হাজার। ২০৩০ সালের মধ্যে দেশে ৫০ লাখ স্কাউট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *