পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে পুলিশকে চিঠি, প্রতারক গ্রেপ্তার

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার স্বাক্ষর জাল করে পুলিশের কর্মকর্তাদের চিঠি দিয়ে প্রতারণার মাধ্যমে নিজের মামলার সুবিধা নেয়ার অভিযোগে মোজাম্মেল হক নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
মোজাম্মেল হকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরী এলাকায়। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল প্রতারক চক্রকে ভাড়া করে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের সাক্ষর জাল করে পুলিশের কর্মকর্তাদের চিঠি দিয়ে নিজের মামলায় সুবিধা নেয়ার চেষ্টা করছিলেন। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় দুটি মামলা হয়েছে।
পুলিশ সুপার বলেন, তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। সেই সাথে তদন্তের মাধ্যমে স্বাক্ষর জালকারী প্রতারক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানায়। এ সময় জাল স্বাক্ষরের কাগজপত্র গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থাপন করেন তিনি। সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *