হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদ্যুৎ
গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকালে কেন্দুয়া পৌর শহরের খাদ্য গুদামের সামনে সড়কে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান ভূইয়া, বিএনপি নেতা শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উপজেলা যুবদলের সাবেক আহবায়ক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আতাউল হক মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাওন খন্দকার জুয়েল, যুগ্ম আহবায়ক রহমত উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন খান, যুবদল নেতা এমদাদ, পৌর ওলামা দলের আহবায়ক হুমায়ূন কবীর রতন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর আকন্দ, মিজানুর রহমান সাব্বিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

Leave a Reply