কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লার হোমনা পৌর এলাকার শ্রীমোদ্দিতে ২২ পরিবার ১ লা বৈশাখ কে সামনে রেখে ব্যাস্ততম সময় কাটাচ্ছেন। মুলি বাঁশ ক্রয় করে তাদের বাড়িতে গত দুমাস যাবত বাশ দ্বারা তৈরী হচ্ছে হরেক রকমের বাশি।বিমবাশি,খিলাবাশি,আর বাশি,মোহনমুরালি বাশি,এছাড়াও বিভিন্ন নামে তৈরী হচ্ছে রংবেরঙ্গের বাশি।এ ব্যাপারে শ্রীমুদ্দির বাসিন্দা কৃষ্ণকান্তবিশ্বাস, জানায় আমাদের পৈত্রিক শিল্প এই পেশা,এছাড়াও বাশি শিল্পের সাধারন সম্পাদক জতিন্দ্রবিশ্বাস জানান প্রতি বছর ১ লা বৈশাখকে সামনে রেখে এই পাড়ার ২২ পরিবার দু তিন মাস বাশি তৈরীতে ব্যাস্ত সময় কাটান,এখানে বাশি তৈরীতে কাচা মাল মুলীবাশ আর মান্দারী কাছের কাঠ ব্যাবহার করা হয়।এবছর প্রায় ছয় লক্ষ বাশি দেশের বরিশাল,যশোহর, কুমিল্লা,সিলেট,নরশিংদিসহ বিদেশে রপ্তানী হবে।এই পেশায় নিয়জিত অনিল বিশ্বাস,অমিল বিশ্বাস, চিত্তরঞ্জন বিশ্বাস,জানান সরকার আমাদের দিকে না তাকালে এই শিল্প টিকিয়ে রাখা অসম্ভব। গত করুনায় আমরা ধ্বংস হয়ে গেছি।সরকারের কোন লোক আমাদের শিল্প বাঁচা তে এগিয়ে আসেনা,বা সহযোগিতা করেনা।

Leave a Reply