নড়াইলে ডিবি পুলিশের অভিযানে চোরাই ব্যাটারিচালিত ইজিভ্যানসহ একজন গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে চোরাই ব্যাটারিচালিত ইজিভ্যানসহ একজন গ্রেপ্তার। নড়াইল সদর উপজেলার মূলদাইড় এলাকা থেকে ব্যাটারিচালিত একটি চোরাই ইজিভ্যান উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় রবিউল শেখ (৪২) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে চোরাই ভ্যান বিক্রয়ের সময় আটক করা হয়েছে। তিনি নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের মৃত আলতাফ শেখের ছেলে। এ সময় ভ্যানের একটি চার্জার ও একটি চাবি জব্দ করে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশের পরিদর্শক মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে বুধবার (৫ এপ্রিল) বিকালে এসআই (নিঃ) মঞ্জুর মোর্শেদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এই চোরাই ভ্যান উদ্ধার করে। চোরাই ভ্যান রবিউলসহ তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে চুরি করে বেচাকেনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশূঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Show quoted text

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *