মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে অসহায় ২০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে পটিয়া উপজেলার কমলমুন্সির হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ মোরশেদ। এতে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মারুফ প্রমুখ। পটিয়া উপজেলার কচুয়াই ও পাশর্^বর্তী খরনা ইউনিয়নের অসহায় ২০০ পরিবারের মাঝে চলমান কর্মসূচির অংশগ্রহণ হিসেবে এ ইফতার সামগ্রী দেওয়া হয়।
পটিয়ায় নজির ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

Leave a Reply