January 15, 2025, 7:40 am
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশের অভিযানে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। দীর্ঘদিনের পলাতক ও মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হাসান শেখ (৩২) কে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। পূর্বেও পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তার করেছে, থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ৪ এপ্রিল রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকা জব্দ করা হয়। সে অত্র গ্রামের রুস্তম শেখের ছেলে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।