January 15, 2025, 4:48 am
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় হাইওয়ে সড়কের সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণের দায়ে তিন জনকে তিন দিনের কারাদন্ড প্রদান হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সকালে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে এই কারাদন্ড প্রদান করা হয়।
জানা যায়, তেঁতুলিয়া-প গড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ডাহুক নদী হতে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে মশিউর, মেহেদি হাসান ও সফিকুল নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত তিন জনকে তাৎক্ষনিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৩দিনের কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুকগুচ্ছগ্রামের মাহবুর রহমানের ছেলে মশিউর(২৭), শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে মেহেদি হাসান(২০) এবং মাঝিপাড়া গ্রামের কুদ্দুসের ছেলে সফিকুল(৩৫)।
এছাড়াও ঘটনাস্থল হতে জব্দকৃত ২০সিএফটি পাথর প্রকাশ্য নিলামে বিক্রয় পূর্বক নিলামলদ্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এস.আই) আব্দুল মালেক মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানিয়েছেন।
মুুহম্মদ তরিকুল ইসলাম।।