কালকিনিতে কমান্ডার হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন আব্দুল মালেক

রতন দে, কালকিনি প্রতিনিধিঃ
আসন্ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বুধবার (৫ এপ্রিল) সকালে তার সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার পিংকি সাহার অফিস কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার পিংকি সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা এসকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হাওলাদার ও আব্দুল হান্নান। উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৮৯জন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ মে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *