January 5, 2025, 5:42 am
কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন আন্দিকুট আশ্রম সংলগ্ন সুনীল পাল,পিজুষপাল,সুমিতাপাল
১ লা বৈশাখ কে সামনে থেকে দিন রাত মৃৎশিল্পের নানা রকম প্রসাদনী তৈরীতে ব্যাস্ত দিন কাটাচ্ছেন।
তারা মৃৎ শিল্পের বাচ্চা দের ও বাসার আসবাবপত্র সামগ্রীর মধ্যে তৈরী করতেছে যেমন হরা,ঘটি,পুতুল,বাংঙ্ক, পাটা পাতিল মালশা, তাওয়া, খেলনা ঘোড়া,গ্রামের বধু সহ নানা রকমের মৃৎশিল্প তৈরীতে সাফল্য অর্জন করেন।তাদের তৈরীকৃত সামগ্রী কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারা ক্রয় করে নিয়ে অন্যত্র বিক্রি করে মুনাফা অর্জন করে।
এ ব্যাপারে সুনিতা পাল জানান ১ লা বৈশাখ কে সামনে রেখে মাটির পুতুল, ঘটি,ডেগ,পাতিল,পুতুল হরা সহ,নানা রকম খেলনা তৈরীতে ব্যাস্ত আছেন তিনি, এই কাজ তিনি বিবাহের পূর্ব থেকেই করে আসছেন,তার বাবা বাড়ি একই উপজেলার কামাল্লা পাল বাড়ি। ত্রিঁশ বছর যাবত এই পেশায় নিয়োজিত। অন্যান্যদের একই পেশায় জীবন নির্বাহে চলছে মৃৎশিল্পী হয়ে পরিচিতি।
,তারা পৈরদাদার আমল থেকে এই পেশায় সময় কাটান,তারা আরো জানান বর্ষা মৌসুমে মাটি কিনে রেখেন,আর এই মাটি থেকে মৃৎশিল্প তৈরীকরে দেশের বিভিন্ন স্থানে চালান দেন,তাদের বাপ দাদার ব্যাবসা করে পরিবার নিয়ে ভালো ই দিন কাটাচ্ছেন।সুনীলপাল একই বক্তব্য দেন।