এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ পাবনার সুজানগর পৌর বাজারের সিনেমা হল রোডের সিটি ভবন এলাকায় ছুরিকাঘাতে মো.তজু প্রামানিক(৫২) নামের এক ইটভাটা সর্দারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রবিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত তজু প্রামানিক সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে। আমিনপুরের আলো ও মেঘনা নামে ইটভাটায় শ্রমিকদের সর্দার হিসেবে কাজ করতেন তিনি। নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, কয়েক মাস ধরে পৌরসভার চরভবানীপুর এলাকার মৃত মাসুদ হোসেনের ছেলে তুফান (২৫) বিশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। সেই চাঁদার টাকা না দেওয়ায় প্রকাশ্যে তজু প্রামানিককে ছুরকাঘাতে হত্যা করেছে তুফান। সুজানগর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল হাননান হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযুক্ত তুফানকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। তুফানের বিরুদ্ধে এর আগেও থানায় মাদকের ৪টি ও সন্ত্রাসী কর্মকান্ডের আরোও ৩টি সহ মোট ৭টি মামলা রয়েছে। তুফানের পিতা মাসুদ ২০০৭ সালের দিকে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বলে জানা গেছে। ওসি আরো জানায়, প্রাথমিক ভাবে জানা গেছে, ইটভাটায় কাজ করার জন্য পাবনা সদর উপজেলার চরতারাপুর ও সাদুল্লাপুর ইউনিয়নের কয়েকজন শ্রমিককে অগ্রিম টাকা প্রদান করে ভাটা সর্দার তজু প্রামানিক। কিন্তু ওই সকল শ্রমিক অগ্রিম টাকা নিয়েও ইটভাটায় কাজ না করায় টাকা ফেরত চাইলে তারা তজু প্রামানিককে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। তখন ওই টাকা তুলতে সন্ত্রাসী তুফানকে দায়িত্ব দেয় তজু প্রামানিক। এবং টাকা তুলে দিলে ২০ হাজার টাকা প্রদান করা হবে বলে তুফানকে জানায় তজু প্রামানিক। পরে ওই শ্রমিকদের কাছে ঘুরাঘুরি শুরু করে সন্ত্রাসী তুফান। এবং একপর্যায়ে তজু প্রামানিককে তার পাওনা টাকা দিয়ে দেওয়া হয়েছে বলে তুফানকে জানায় শ্রমিকেরা, অপরদিকে শ্রমিকেরা টাকা এখনো দেয়নি বলে তুফানকে জানায় তজু প্রামানিক। এ নিয়ে দুইজনের মধ্যে সম্প্রতি বিরোধের সৃষ্টি হয় এবং সন্ত্রাসী তুফান তজু প্রামানিকের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় তুফান ২০ হাজার টাকা চাঁদা দাবি করছে বলে গত প্রায় ১ মাস আগে থানা পুলিশকে অবগত করে তজু প্রামানিক। এরই ধারাবাহিকতায় রবিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তজু প্রামানিক ইটভাটায় যাওয়ার পথে পৌর বাজারের সিনেমা হল রোডের সিটি ভবন এলাকা থেকে তুফান তার পথ রোধ করে টাকা দাবি করে, তখন শ্রমিকের কাছ থেকে টাকা না পেলে তোমাকে আমি টাকা দিব কিভাবে জানালে মো.তজু প্রামানিক প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসী তুফান। পরে রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । তবে হত্যার প্রকৃত কারণ বের করতে কাজ করছে পুলিশ । এবং হত্যাকান্ডের এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আব্দুল হাননান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। 

Leave a Reply