সংবাদ প্রকাশ, সেই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও

মো. বাবুল হোসেন, পঞ্চগড়:
পঞ্চগড় পৌর শহরের শতবর্ষী বৃদ্ধা জরিনা বেগম। তিন মেয়ে এবং চার ছেলে থাকলেও তার দায়িত্ব নিতে চান না কেউ। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধার পাশে দাঁড়ালেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক।
রোববার বিকেলে পৌর শহরের রৌশনাবাগ এলাকায় বৃদ্ধার বাড়িতে ছুটে যান তিনি। সেখানে বৃদ্ধার থাকার ঘরের ব্যবস্থা করতে টিন কিনে দেন। একই সঙ্গে বৃদ্ধার হাতে নগদ ছয় হাজার টাকা, নতুন কাপড় এবং খাদ্যসামগ্রী তুলে দেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আরিফ হোসেন, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ বৃদ্ধার স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘৭ সন্তানের কেউ চান না শতবর্ষী মাকে’ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। সেখানে তুলে ধরা হয় বৃদ্ধার অসহায়ত্বের কথা।
পৌর কাউন্সিলর আরিফ হোসেন বলেন, বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি ছুটে আসেন এবং বৃদ্ধার ঘর করার ব্যবস্থা করে দেন। বৃদ্ধার সন্তানরাও অনুতপ্ত হয়েছেন। তারা তাদের মাকে দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বলেন, বৃদ্ধার সন্তানরা সবাই দরিদ্র। বৃদ্ধাও সন্তানদের ছেড়ে অন্য কোথাও যেতে চাননা। এজন্য এখানেই ঘর করে দেয়া হচ্ছে। যতদিন বেঁচে থাকবে ততদিন যেন বৃদ্ধা ভালোভাবে থাকতে পারে এজন্য তার সন্তানদের খোঁজ খবর রাখতে বলা হয়েছে।

বাবুল হোসেন
পঞ্চগড়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *