শ্রীনগর ভাগ্যকুলে বিধ্বংসী অগ্নিকান্ডে ৫ দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
শ্রীনগর ভাগ্যকুল বাজারে ৫টি দোকানে অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

০২ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৯ টায়।শ্রীনগর  উপজেলার ভাগ্যকুল বাজারে শিবুনাথ ভাণ্ডার মুদি থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে ৯টায় বাজারে শিবুনাথ সাহা ভাণ্ডার পাইকারী মুদির দোকান সহ খালেক তালুকদার তেলের দোকান,আয়নাল এন্টার প্রাইজের গোডাউন সহ ২টা মুদির দোকান সিরাজ এন্টার প্রাইজ কাঁচামাল সহ আগুন লেগে পুরোপুরি পুড়ে যায়। আয়নালের গোডাউনের আংশিকও পুড়ে যায়।তালুকদার এন্টার প্রাইজের মালিক আঃ খালেক তালুকদার বলেন, ডিজেল মবিলের ড্যাম ও মাটির পাতিলা সহ প্রায় ১ লক্ষ ৫০হাজার,শিবু সাহা নগদ দোকানে থাকা ক্যাশ ১লক্ষ ৩০ হাজার সহ প্রায় ৪ লক্ষ টাকা,আয়নাল শেখ গোডাউন সহ প্রায় ২৫ লক্ষ টাকা। সিরাজ শেখ ২ লক্ষ ৫০ হাজার টাকা ৫ অন্যান্য মোদির সামগ্রী  সর্বমোট ২০ লক্ষ টাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকান মালিকরা দাবী করেন, অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকতা মোঃ সেলিম রোজা বলেন,ঘটনা স্থলে র‍্যাব ১০শ্রীনগর থানা পুলিশ, আনসার, সাংবাদিক,স্থানীয়রা সহ আমরা এসে আগুন ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি, আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতি নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে। ভাগ্যকুল বাজারে ৫ দোকানে  অগ্নিকান্ড ক্ষয়ক্ষতি খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী,উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সরকারি অনুদানের কথা বলেন উপজেলা নিবার্হী অফিসার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *