এস, এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাগজানা ছোট যমুনা নদীর উপর নির্মাণাধীন সেতু বালু উত্তোলনের কারণে সেতু, কৃষি জমি এবং বসতবাড়ি হুমকির মুখে পরার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায় ড্রেজার মেশিন দিয়ে ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ছোট যমুনা নদীর উপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ, জমি ও নদীতীরবর্তী বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও এলাকাবাসী পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু কিছু অদৃশ্য কারণে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, সেই বালু উত্তোলনকারী যুবলীগ নেতা রনির বিরুদ্ধে।
কুটাহারা-বাগজানা এলাকায় বালুমল ইজারা নিয়েছেন আবু সাঈদ রনি। তিনি পাঁচবিবি উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক, সেতুর পাশ থেকে বালু উত্তোলনের ব্যাপারে উপজেলা প্রকৌশল বিভাগ অভিযোগ দিয়েছিল ইউএনওকে। কিন্তু এরপরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম।
নাম প্রকাশের অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই অসাধু চক্রের মূলহোতা বালু ব্যবসায়ী রনির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা বুঝতে পারছি না।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক, আবু সাইদ রনির সাথে দেখা করে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের বলেন,আমি কিভাবে বালু উত্তোলন করছি সেটা আপনি ইউএনও অফিস, ডিসি অফিসে খোঁজ নেন। আমি আপনাদের বলতে বাধ্য নয়। আর আপনারা আমাকে না বলে কেনো বালুর ঘাটে গেছেন।

Leave a Reply