তফসিল ঘোষণার পরপরই পূবাইলে আনন্দ মিছিল

রবিউল আলম গাজীপুর প্রতিনিধিঃ

আগামী সিটি কর্পোরেশনে ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনারপ কাজী হাবিবুল আউয়াল। সবার আগে গাজীপুরের ভোটের তারিখ রেখে দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।তফসিল ঘোষণার পরপরই পূবাইলে ৪০নং ওয়ার্ডে আনন্দ মিছিল বের করে ওয়ার্ড আওয়ামী লীগ এর পক্ষ থেকে তার অঙ্গ-সহযোগী সংগঠন।

এ উপলক্ষে সোমবার (০৩এপ্রিল) সন্ধ্যা ৭টায় নির্বাচনের দিন ঘোষণার পরপরই পূবাইল মেঘডুবী নগরীর ৪০নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয় অফিস থেকে আনন্দ মিছিল শুরু হয়।এতে অংশ নেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ সহ দলীয় নেতাকর্মীরা।

মিছিলটি মেঘডুবীর মৃধা বাড়ি থেকে খোরাইদ কলের বাজার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।আনন্দ মিছিলে যুবলীগ-ছাত্রলীগ-শ্রমিক লীগসহ আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *