ঝালকাঠিতে অসহায় মানুষের মাঝে শেখ রাসেল স্মৃতি সংসদ পৌর শাখার ইফতার বিতরণ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি পৌর শাখার উদ্যোগে অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ এপ্রিল বিকালে জেলা শহরের টাউন হলে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ ইউপি চেয়ারম্যান শেখেরহাট
ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ খান সাধারণ সম্পাদক শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি জেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি পৌর শাখার সভাপতি জাহিদ আহম্মেদ জিতু, অনুষ্ঠান সঞ্চালনা করেন আসলাম হোসেন সাধারণ সম্পাদক শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি পৌর শাখা,এছাড়াও উপস্থিত ছিল সংগঠনের বিভিন্ন নেতাকর্মী প্রমূখ।

এসময় ঝালকাঠি পৌর শাখা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি বলেন শেখ রাসেল স্মৃতি সংসদ হলো মানময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন। তিনি একজন মমতাময়ী মানবিক ব্যাক্তি তার মানবিকতার দৃষ্টান্ত আমরা সব সময় দেখেছি এবং ওনার হাতে গড়া সংগঠনের ঝালকাঠি জেলা কমিটির পক্ষ থেকে সর্বদা চেষ্টা করি অসহায় দরিদ্র গরীব দুঃখী মানুষের পাশে থাকতে।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ এ সংগঠনের সাফল্য কামনা করে এবং এ ধরনের মহৎ কাজে সব সময় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবে বলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *