কে এম সোহেব জুয়েল :-দীর্ঘদিনের কাংখিত বহুল আলোচিত গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে বিলাশ বহুল ভবনে অবস্থিত সেবাদান প্রতিষ্টান সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি উদ্ভোদনের অপেক্ষিত হাজারো মানুষের দিন খনের প্রহরের অবসান ঘটিয়ে অবশেষে ১১ এপ্রিল মঙ্গলবার শুভ উদ্ভোদনি অনুষ্ঠানের সময় নির্ধারন করেছেন বার বার নির্বাচিত গৌরনদী উপজেলা পৌর মেয়র মো: হারিছুর রহমান হারিচ।
সময় নির্ধারনিতে গৌরনদী উপজেলা পৌর মেয়রের বাস ভবনে সকাল ১০ টায় উপস্থিত ছিলেন, সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচালনা পর্ষদের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব মো :সাজ্জাদ হোসেন বাবুল,মো: মোসারফ হোসেন হাওলাদার, বাবু উপেন চন্দ্র মন্ডল, মো: মেহেরব আলম শুভ,মো: আবুল হোসন সরদার। সার্বিক সহোযোগিতায় ছিলেন, প্রতিষ্টানটির চেয়ারম্যান মো: হাফিজুর রহমান মান্না মোল্লা।

Leave a Reply