নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, আগামী প্রজন্মকে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। কারণ বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মুক্তি যুদ্ধ সম্পর্কে তারা সঠিক তথ্য জানে না। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিজ নিজ ক্লাশে মুক্তি যুদ্ধ ইতিহাস সম্পর্কে ব্যাপক ভাবে আলোচনার জন্য আহব্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোরবার দুপুরে চারঘাট উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশ্ন উত্তর প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা নিজ নিজ এলাকার মুক্তি যোদ্ধার নিকট থেকে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস শুনে তা তোমরা লিপিবদ্ধ করে রাখবে যা তোমাদের ভবিষ্যতে শিক্ষা জীবনে কাজে লাগবে।
তিনি আরও বলেন, আমার নির্বাচনি এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ ভাবে ইংরেজি ও গণিত শিক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট সার্কেলের সিনিয়র এ এস পি প্রণব কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলমসহ স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে, বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয়।
মোঃ মোজাম্মেল হক ০০৬
চারঘাট, রাজশাহী।

Leave a Reply