গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য, তোপের মুখে হাসপাতাল প্রশাসন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে উঠে আসা বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিতে অনুষ্ঠিত প্রেস বিফ্রিং-এ তোপের মূখে পরে হাসপাতাল প্রশাসন।

এসময় আগামী ৭ দিনের মধ্যে সার্টিফিকেট বাণিজ্যের মুলহোতা আরএমও ফারুক আহমেদকে প্রত্যাহার করার সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেয়া হয়।

আজ রোববার (০২ এপ্রিল) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।

প্রেস বিফ্রিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক। এসময় তিনি বলেন, হাসপাতাল আন্তঃ বিভাগ থেকে প্রতিদিন দেড়শ থেকে থেকে দুইশত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। প্রতিদিন বহিঃ বিভাগ থেকে এক হাজার থেকে ১২’শ রোগী সেবা পায় এবং সরকারী ঔষধ পায়। আমাদের হাসপাতালে চিকিৎসা সেবায় কোন ক্রুটি নেই। হাসপাতালের আরএমও ডা: ফারুক আহমেদের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ উঠেছে। তা তদন্তে করে দেখা হবে। একই সাথে এই অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার বা বদলি করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নিকট আবেদন করা হবে। আগামী ৭ দিনের মধ্যে আরএমও ফারুক আহমেদকে প্রত্যাহার করার সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় হাসপাতালের বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে হাসপাতাল প্রশাসন সাংবাদিকদের তোপের মূখে পড়েন। উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধ-শতাধিক সাংবাদিক অভিযোগের পাহাড় তুলে ধরেন। তবে ব্যাপারে আরএমও ফারুক আহমেদের কোনো সদুত্তর দিতে পারেননি।

ডা: অসিত কুমার মল্লিক আরো বলেন, সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে এক সাথে কাজ করে এই হাসপাতালে সঠিক চিকিৎসা সেবা ও দুর্নিতিমুক্ত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে।

এ প্রেস বিফ্রিং-এ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: জাকির হোসেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মাদ, বিএমএ-এর সাধারন সম্পাদক ডা: হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *