স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কায্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ কর্মসূচীর আয়োজন করে।
“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন” এ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (০২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
জেলা সমাজ সেবা কায্যালয়ের উপ-পরিচালক মো: হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ সরকারী কর্মকর্তা ও প্রতিবন্ধী শিশুরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিশুদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। #

Leave a Reply