স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে চোরাকারবারী ও অটো, পিকআপ চোর সহ বিভিন্ন অপরাধের দায়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, পকেটমার, ছিনতাইকারীচক্রকে আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় ৭২০ পিস ভারতীয় শাড়ি এবং ৩৮ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১টি বাস জব্দ করে পুলিশ।
এর মাঝে এসআই তানভীর আহম্মেদ সিদ্দিকী, সংগীয় ফোর্স সহ শম্ভুগঞ্জ গোল চত্ত্বর সংলগ্ন এলাকা থেকে চোরাচালানরে মাধ্যমে অবধৈভাবে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা এনে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার অপরাধে ৩ চোরাকারবারীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আতাউর রহমান, মোঃ মজিউর রহমান ও ওলিউল্লাহ আহমেদ জয় তাদের বাড়ি নেত্রকোণা বলে জানা গেছে। গ্রেফতারকৃরা দীর্ঘদিন যাবৎ পলাতক আরো কতক চোরাকারবারিদের সহায়তায় ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় চোরাকারবারির মাধ্যমে অবধৈভাবে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা এনে বিক্রয় করছে। তাদের কাছ থেকে ৭২০ টি ভারতীয় বিভিন্ন রংয়ের শাড়ি এবং ৩৮ পিস ছোট বড় বিভিন্ন রংয়ের ভারতীয় তৈরী লেহেঙ্গা এবং মালামাল পরিবহন কাজে ব্যবহৃত ‘মা আছিয়া’ পরিবহন নামক একটি বাস গাড়ী জব্দ করে পুলিশ। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
এসআই মাসুদ জামালী সংগীয় এএসআই ওমর ফারুক ও ফোর্স সহ সাহেব কাচারী বাজার কিশোরগঞ্জ গামী মহাসড়কের উপর থেকে ৪ চোরকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আব্দুল খালেক, মোঃ জজ মিয়া, হাফিজুল ইসলাম ও মোঃ বুলবুল মিয়া। তাদের কাছ থেকে অটো ও মাহিন্দ্র পিকআপ চোর চক্রের ৪ সদস্যকে ১টি অটো ও ১টি মাহিন্দ্র পিকআপ উদ্ধার করে পুলিশ। যার মুল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। এসআই আজগর আলী, এএসাই মাহমুদুল ও ছাত্তার সকলে সংগীয় ফোর্স পৃথকভাবে অন্যান্য মামলার ৮ আসামীগ্রেফতার করেন। তারা হলো, মোঃ বিল্লাল, আব্দুর রাজ্জাক, হৃদয় হোসেন, কুদরত, ইমরান, হাবিব, মোঃ আলী রাজ বাপ্পী ও মোঃ রোমান। এছাড়া এএসআই হুমায়ুন কবির সংগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় চর বড়বিলা থেকে ৫ জুয়াড়ীকে জুয়ার সামগ্রী সহ গ্রেফতার করে। তারা হলো, শাহ আলম, ফয়েজ উদ্দিন, সোহেল, জাকারিয়া ও শাহ আলম।
এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম ব্রাহ্মপল্লী এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করে। এছাড়াও এসআই আনোয়ার হোসেন, এএসআই নুর, হুমায়ুন, রেজাউল পৃথক অভিযানে আরো চার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি গ্রেফতার করে। তারা হলো, মোঃ খলিল মিয়া, ঝন্টু ঋষি, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ সোহেল মিয়া। তাদেরকে পৃথক মামলায় রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি পুলিশের অভিযানে চোরাকারবারিসহ আটক ২৫, ভারতীয় কাপড় ও মাহিন্দ্র উদ্ধার

Leave a Reply