বাবুগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুই বোনকে রক্তাক্ত জখম

কে এম সোহেব জুয়েল :-বাবুগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের দুই বোনকে বেধড়ক মারপিট ও কামরিয়ে রক্তাক্ত যখম করে হাসপাতালে পাঠিয়েছেন একই বাড়ির চাচি চাচাতো ভাই ও ভগ্নিপতি।

গতকাল শুক্রবার (৩১ মার্চ) জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্হানীয়রা উদ্ধার করে গতকাল রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্হতি চলছে বলে জানিয়েছেন আহত পরিবারের লোকজন। ভুক্তভোগী জাহাজপুর গ্রামের মন্টু মোল্লার মেয়ে টিসা আক্তার জানান গতকাল সন্ধ্যায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে একই বাড়ির চাচাত ভাই সান্টু মোল্লার পুত্র সুমন মোল্লা ১৮ সোহাগ ২৫ তার ভগ্নিপতি লুৎফর ৩৫ বোন টিয়া ও তার মাকে অতর্কিত হামালা চালিয়ে রক্তাক্ত যখম করেছেন। এ ঘটনায় অপরাধীদের সর্বচ্ছ শাস্তি দাবি জানিয়েছেন প্রশাসনের সর্ব মহলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *