স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা।
আজ শনিবার (০১ এপ্রিল) দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি মো: মোল্লা হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গাজী ফরহাদ হোসেন রনি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান শাহ্ নেওয়াজ, ছাত্রনেতা ওমর ফারুক খান রিপন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা ও পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ জুলাই শৃঙ্খলা পরিপন্থি কাজের সাথে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালকে ওই পদ থেকে বহিস্কার করা হয়। এরপর বৃহস্পতিবার (৩০ মার্চ) জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমির হামজাকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। #

Leave a Reply