May 13, 2025, 3:09 am
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়া -গৌরনদী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল (লখার মাটিয়া) গ্রামের নিজবাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। ইফতারপূর্বক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটি যুগ্ন-আহবায়ক আঃ মন্নান আকন, মাহাবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপি নেতা লুৎফর মোল্লা, আনোয়ার সাদদাত তোতা, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এ্যাডঃ জাহিদুল ইসলাম পান্না, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের আহবায়ক মশিউর রহমানসহ প্রমুখ। ইফতারপূর্বক দোয়া-মিলাদ পরিচালনা করেন লখারমাটিয়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আসাদুজ্জামান।