মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি।
ইসলামী ব্যাংকের ৪০ বছর পূর্তিতে উজিরপুর শাখায় বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শাখা কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুল্লাহ রাসেল । প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন,সহকারী কমিশনার ভূমি উজিরপুর উপজেলা, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানি শীল,বন্দর সভাপতি শামসুল হক সিকদার, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, ও ইমাম ও মুয়াজ্জিন সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক মন্ডলী,স্থানীয় ব্যবসায়ী বৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ম্যানেজার (অপারেশন) ওয়ালিদ হোসেন প্রমুখ।
সর্বজনীন কল্যানে ব্যাংকিং শীর্ষক আলোচনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উজিরপুর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হক আজহারী।

Leave a Reply