মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তি পুঁজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মহা অষ্টমির স্নান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের বসন্তে এ পুঁজাটি পালন করা হয়ে থাকে। তাই বাসন্তি পূঁজা নামে এ পুঁজার নাম করণ করা হয়। মূলত এ পুঁজাটি দেবী দূর্গার দূর্গা পুঁজা হিসেবে হিন্দু ধর্মালম্বীরা পূর্বে পালন করে আসছিলেন। প্রতি বসন্তে শারদীয় দূর্গোৎসবের অংশ হিসেবে পালন করায় এটিকে বাসন্তি পুঁজা বলা হয়। সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির আয়োজনে গতকাল বুধবার সকাল থেকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে ৫ দিন ব্যপী বাসন্তি পুঁজা উদযাপনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ উপলক্ষে পুঁজার প্রথম দিনে ইছামতী নদীতে মহা অষ্টমির স্নানে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বীরা।

Leave a Reply