বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে সুন্দরবন কোয়ালিশন প্রকল্পের আওতায় বিশেষ ভাবে ক্ষমতা সম্পন্ন পরিবারের সদস্যদের মধ্যে সহায়ক উপকরণ এবং আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের মধ্যে আয়বর্ধক কর্মসূচির বাস্তবায়ন লক্ষ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। সহযোগিতায় শেয়ার ট্রাস্ট ও ষ্টার্ট ফান্ড, কারিগরি সহযোগিতায়- জাগোনারী,বাস্তবায়নে-রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা ,সিবিডিবি,ঈশানা নারী ফাউন্ডেশন, উল্লেখিত প্রকল্পের আওতায় ৯৬ ছিয়ানব্বই জন অস্বচ্ছল পরিবারের মধ্যে আয় বর্ধক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৯ নয়লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে এবং বিশেষভাবে সক্ষমতা পরিবারের সদস্যদের মধ্যে ১২ বারটি হুইল চেয়ার ৮ আটটি কেরেস এবং ১ একটি কানে শোনার মেশিন।উক্ত প্রকল্পের আওতায় তালতলী উপজেলাতে ৩ তিনটি ইউনিয়নের ৬ ছয়টি মাটির রাস্তায় সংঙ্কার,৩ তিনটি কাঠের পুল,৩ তিনটি গভীর নলকূপ,১৮ আঠারটি উন্নত মানের ল্যাট্রিন স্থাপন করা হয়েছে।উপজেলার সৈকত সম্মেলন কক্ষে ২৮ শে মার্চ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জাগোনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজবি -উল-কবির জোমাদ্দার,নিশান বাড়ীয়া ইউপি চেয়ারম্যান ড.কামরুজ্জামান বাচ্চু,পচাঁকোড়ালিয়া চেয়ারম্যান আব্দুল রাজাক হাওলাদার,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মি:মংচিন থান,সিবিডিবি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ,ঈশানা নারী ফাউন্ডেশন (পিও)বশির আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগোনারী ও সুন্দরবন কোয়ালিশন টেকনিক্যাল অফিসার মি:শ্যামল পাল।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি।

Leave a Reply