হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় এলাকার সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসান।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রোটারিয়ান এম. নাজমুল হাসানের নিজ বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের পূর্ব উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান এম. নাজমুল হাসান। পরে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্তত তিনশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বলাইশিমুল ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

Leave a Reply