May 13, 2025, 2:06 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। আজ ২৭ মার্চ, ২০২৩ রোজ সোমবার সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গ্রাজুয়েট পযার্য়ের ১০টি রক্ষাগোলা সংগঠনের ২০জন নেতৃবৃন্দের অংশগ্রহণে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী রক্ষাগোলা সংগঠনে পরিবার ভিত্তিক নারী-পুরুষ সদস্যবৃন্দের জেন্ডার সমতা কাউন্সিলিং কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালার বিষয় ছিলো জেন্ডার ও সেক্স ধারণা, দৈনন্দিন জীবনে নারী পুরুষের কার্যাবলী, অভিঙ্গতা বিনিময়, নারীর প্রতিসহিংসতা (শারীরিক ও মানসিক) পারিবারিক বিবাদ- কলহ , বাল্য বিবাহ ও জোরপূর্বক বিবাহ, মাতৃত্বকালীন ও মানসিক অসুস্থতা।
কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন সংস্থার মূল্যায়ন ও প্রতিবেদন কর্মকর্তা প্রদীপ মার্ডী, কর্মশালাটি পরিচালনা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ্বস এবং তাকে সহায়তা করেন সংস্থার নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী ও সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।