মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ৪১১তম এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ শে মার্চ) দুপুর ১২টায় ভূমি অফিস সংলগ্ন তালতলী বাজারে এ শাখার উদ্বোধন করা হয়। ফিতা কেটে তাকওয়া ইসলামি ব্যাংকিং এর সুবিধা সম্বলিত ব্যাংকটির এ এজেন্ট শাখার উদ্বোধন করেন তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আমতলী ব্রাঞ্চ ইনচার্জ
মো.বজলুর রহমান, এজেন্ট ব্যাংকিং বরিশাল জোন এরিয়া ম্যানেজার মো.জাকির হোসেন, তালতলী শাখার
এজেন্ট ওনার মো.ওলিউল্লা রিয়াজএবং বাজারের ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এজেন্ট ব্যাংকিং বরিশাল জোন এরিয়া ম্যানেজার মো.জাকির হোসেন বলেন, আলোর পথে, সবার সাথে এই শ্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ সুদবিহীন ইসলামি ব্যাংকিং এরএকটি এজেন্ট আউটলেট এটি। এর মাধ্যমে ব্যবসায়ীসহ সকল পর্যায়েরগ্রাহকেরা সাচ্ছন্দ্যে ও ঝামেলাবিহীন সেবা পাবেন।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Leave a Reply