May 13, 2025, 3:54 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটি টানা ট্রলি চাপায় সুনীল কুমার বিশ্বাস (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুনীল কুমার বিশ্বাস কাশিয়ানী উপজেলার জোনাসুর ধোপরা গ্রামের ঠাকুর জুড়ান বিশ্বাসের ছেলে।
ওসি মো: ফিরোজ আলম জানান, নিহত বৃদ্ধ সুনীল কুমার বিশ্বাস ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মাটি টানা ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রলি চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে হাইওয়ে থানা পুলিশের কাছে হাস্তান্তর করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।