মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতা দিবসে পটিয়া উপজেলা স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসােসিয়েশন পটিয়ার নেতৃবৃন্দুরা। এসময় উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি। মেম্বার কল্যাণ এসােসিয়েশন কেন্দ্রীয় মহাসচিব আবুল হাশেম চৌধুরী, পটিয়া উপজেলার আহবায়ক শাহ আলম মেম্বার, সদস্য সচিব পুরস্কৃত সমাজকর্মী শওকত আকবর মেম্বার,জসিম উদ্দিন , নাছিমা আকতার, পটিয়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাহবুল কবির, আবু তালেব আলমদার, নিজাম, টটু নাথ, কহিনুর,সাইফুউদ্দিন চৌধুরী, রুজি আকতার, হাসান, নাছির, তৈয়বাআরা বেগম, শম্ভু,ফেরদৌস বেগম, আইয়ুব, হাছনারা বেগম, শেপালী রদ্র, রনধীর ঘােষ, উজ্জল বডুয়া, রুমা আকতার, মাহবুব আলম প্রমুখ।
পটিয়ায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মেম্বার কল্যাণ এসােসিয়েশন

Leave a Reply