স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জি এম রাঙ্গা।।

২৬ মার্চ রবিবার বিকাল ৩টায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২৩ উপলক্ষে আনসার ভিডিপি সদর দপ্তরের নির্দেশনায় বাহিনীর বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেন। সংবর্ধনাপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাগণ হলে অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ ফজলার রহমান। কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কুড়িগ্রাম জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা। স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুর রহমান। মুক্তিযোদ্ধাদের প্রথমে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয় অতঃপর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, ব্যাটালিয়নের পিসি মোঃ আব্দুর রশিদ, ব্যাটালিয়ন আনসারগণসহ অন্যান্য কর্মচারীগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *