January 15, 2025, 10:25 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল সরকারি মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ।
মুক্তির সুর বেজে উঠুক বাংলার স্বাধীন প্রাণে, আর গানে গানে এই প্রতিপাদ্যে নড়াইল সরকারি মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার বেলা ১১টায় সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এসএম রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আকবর আহম্মদ। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক
মুহাম্মদ নাজমুল হুসাইন রনি সহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্রীরা ।
আলোচনা শেষে কলেজের ছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ###