আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর দিকনির্দেশনায় প্রতিদিন নিয়মিত অপরাধ নির্মূলে অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পবিত্র রমজানে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৪ মার্চ ২০২৩) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এরই মাঝে এসআই রুবেল, ১নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মামুন মিয়া, এসআই শারমিন জাহান শাম্মীর নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে নারী ও শিশু মামলার আসামী আতিকুর রহমান সাকিব, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ কামাল মিয়া, এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম অষ্টধার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী লোকমান আলী, এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সজল মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই কামরুল হাসান, রিফাত আল আফসানী, অসীম কুমার দাস, এএসআই মাহমুদুল হাসান, ফারহাদ, প্রত্যেকে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো ৬ জনকে গ্রেফতার করে। এর মাঝে সাজা গ্রেফতারী পরোয়ানায় ২ জন। তারা হলো,
মোঃ হুমায়ুন কবির মোঃ জিয়াউর রহমান ও মোঃ শফিকুল ইসলাম ওরফে মানিক।
এ ছাড়াও পরোয়ানাভুক্তরা হলো, মতিউর রহমান, মোঃ শামছুল হক ও মোঃ আলমগীর হোসেন। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। আজ শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
Leave a Reply