পঞ্চগড়ে অন্তঃস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় রুবিনা আক্তার রিংকি (১৮) নামে এক অন্তঃস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। তবে স্বামীর দাবি বিষপানে আত্মহত্যা করেছে তার স্ত্রী।
নিহত পিংকি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া এলাকার আমিনুর রহমানের স্ত্রী এবং কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ ‘বিষপান করেছে’ দাবি করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্বামী আমিনুর। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
এদিকে, খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করেন থানা পুলিশ। পরে ময়নাতদন্তের পর বিকেলে লাশ হস্তান্তর করলে রাতে দাফন করা হয়।
জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে আমিনুর রহমানের সঙ্গে গত ৪ মাস আগে বিয়ে হয় রুবিনা আক্তার পিংকির। বিয়ের সময় দেড় লাখ টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু বিয়ের একমাস পার না হতেই আবারও যৌতুক দাবি করে বসে আমিনুর। এজন্য প্রায়সময় মারধর করা হতো। এ নিয়ে গত তিনমাসে কয়েকবার সালিস বৈঠকও হয়েছে।
নিহত পিংকির বাবা রবিউল বলেন, ‘বৃহস্পতিবার সন্ধায় মেয়ে জামাই আমিনুর ফোনে জানান আমার মেয়ে বিষ খেয়েছে, তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। আমি হাসপাতালে গিয়ে শুনি মেয়ে বেঁচে নেই। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, আমার মেয়ে বিষ খায়নি বলেছে ডাক্তার।’
রবিউল বলেন, ‘আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। এখন বাঁচার জন্য বিষপানের অপবাদ দিচ্ছে। আমি এই হত্যার বিচার চাই।’ মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
রুবিনা আক্তার রিংকির স্বামী আমিনুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জেড়ে কয়েকটি চর থাপ্পর দিয়েছিলাম। এজন্য অভিমানে বিষ পান করেছে রিংকি।’ তার স্ত্রী অন্তঃস্বত্তা ছিলেন জানান তিনি।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *