January 15, 2025, 6:58 am
মোংলা প্রতিনিধি
গণহত্যা দিবসে মোংলার দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন স্থানীয় শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও স্থানীয় প্রশাসন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিটের নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল ইজারাদার, প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মকর্তা সহ রাজনৈতিক নেত্রিবৃন্দ। আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৩ মে দামেরখণ্ড এলাকার রজ্জব আলী ফকিরের নেতৃত্বে স্থানীয় রাজাকারদের সহায়তায় শতাধিক মানুষকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের সময় নারীদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালানো হয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ নির্মাণের আহ্বান জানান।