পাবনা প্রতিশ্রুতির এসইপি প্রকল্পের আওতায় কনজুমার প্রোমোশনাল একটিভিটিস বাস্তবায়ন

এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উৎযাপিত হয়। বিশ্ব ব্যাংক এবং ”পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)” এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘‘পাবনা প্রতিশ্রুতি’’ কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রইজ প্রজেক্ট এর আওতায় পাবনা জেলায় টেকসই পেঁয়াজ উৎপাদনমূলক উপ-প্রকল্পের উদ্যোগে তিন দিন ব্যাপি উক্ত মেলায় পাবনা প্রতিশ্রুতি অংশগ্রহন করেন। উক্ত মেলার মাধ্যমে প্রকল্পের কনজুমার প্রোমশনাল এক্টিভিটিস যেমন-পেঁয়াজ প্যাকেটজাতকরন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের গ্রেডিং, পেঁয়াজের সংরক্ষন পদ্ধতি, পেঁয়াজের মার্কেটিং ইত্যাদি প্রচার করা হয়। মেলার স্টল এবং পেঁয়াজের গ্রেডিং মেশিন উদ্ভোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যন জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মর্জিনা খাতুনা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাফিউল ইসলাম। এর আগে এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও কর্মকর্তাগন অতিথিদেরকে পেঁয়াজের প্যাকেটজাত, পেঁয়াজের গ্রেডিং মেশিন, নিরাপদ পেঁয়াজ উৎপাদন, পেঁয়াজ সংরক্ষন, বাজারজাতকরন সম্পর্কে সম্যক ধারন প্রদান করেন। মেলায় অতিথিবৃন্দ সহ আগত দর্শনার্থী প্রোমশনাল এক্টিভিটিস এর ভুয়াসী প্রশংসা করেন। তারা এসইপি প্রকল্প ও পাবনা প্রতিশ্রুতি’র এই কার্যক্রম পাবনা জেলার প্রতিটি উপজেলায় বাস্তবায়নের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো: রাফিউল ইসলাম, মেলায় কনজুমার প্রোমশনাল এক্টিভিটিস এর জন্য ‘‘পাবনা প্রতিশ্রুতি’’ কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রইজ প্রজেক্ট কে সম্মাননা স্মারক প্রদান করেন। উল্লেখ্য,পাবনা প্রতিশ্রুতি কর্তৃক বাস্তবায়িত উক্ত প্রকল্পের মাধ্যমে পাবনায় গ্রীষ্মকালীন বারি-৫ জাতের পেঁয়াজ চাষে আশার আলো দেখছেন চাষীরা। দেশের পেঁয়াজের ঘাটতি কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিউট উদ্ভাবন করেছে উচ্চ ফলনশীল বারি পেঁয়াজ-৫, যা সারা বছর চাষীরা আবাদ করতে পারবে। এ জাতের পেঁয়াজ আবাদ করে সফল হয়েছে চাষী, তাই ভালো ফলনের পাশাপাশি অধিক লাভবান হওয়ার আশা চাষীদের। নতুন জাত হিসাবে চাষীদের মন কেরেছে এই জাতের পেঁয়াজ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *