নড়াইলে এসপি সাদিরা খাতুনের সভাপতিত্বে উগ্রবাদ প্রতিরোধে এক সেমিনার অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে পুলিশ সুপার সাদিরা খাতুনের সভাপতিত্বে উগ্রবাদ প্রতিরোধে এক সেমিনার অনুষ্ঠিত। নড়াইলে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশিল সমাজের
ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩মার্চ) জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে কাউন্টার
টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ঢাকা মেট্রোপোলিটন পুলিশের
আয়োজনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ
কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পুলিশ সুপার সাদিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সেমিনারে উগ্রবাদ বিষয়ক বিভিন্ন ধারনা, কারণ, উগ্রবাদে জড়িত হওয়ার
প্রক্রিয়া ও নির্দেশক এবং উগ্রবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য দেন
অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম এএসপি খন্দকার রবিউল আরাফাত,
মুক্তিযোদ্ধা কমান্ডার শরীফ হুমায়ুন কবীর, নড়াইল সরকারি মহিলা কলেজের
অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম, লোহাগড়া পৌরসভার মেয়র মশিউর রহমান, মহিলা
বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মৌসুমী মজুমদার, পুলিশের ডিআই ওয়ান মীর
শরীফুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সাধারণ সম্পাদক শরফুল আলম
লিটু, শিক্ষার্থী সালাউদ্দিন, উর্মিতা, লাবণ্য প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা,সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,
স্কুল ও কলেজের শিক্ষক,শিক্ষার্থী, সুশিল সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। ###

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *