আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে রমজান মাসের প্রথম দিনে কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যর দামে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস। বাজার তদারকি না থাকায় কাঁচা বাজারে দামের কোনো নিয়ন্ত্রণ নাই।
জানা গেছে, প্রতিবছর রমজান মাস এলেই বেড়ে যায় কাঁচা (সবজি) তরিতরকারি দাম। এবারো রমজানের প্রথম দিনেই সব ধরণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর প্রায় দ্বিগুন দাম বেড়েছে। গত ২৪ মার্চ শুক্রবার উপজেলার গোল্লাপাড়া বাজারে সরেজমিন দেখা গেছে, গত সপ্তাহের ২০ টাকা কেজির বেগুন ৬০ টাকা,২০ টাকা হালির কলা ৩৫ টাকা, ২৫ টাকা কেজির শসা (ক্ষিরা) ৬০ টাকা, ৬০ টাকা কেজির পটল ১০০ টাকা, ২৫ টাকা হালির লেবু ৫০ টাকা, ৯০ টাকা কেজির গুড় ১৩০ টাকা, ৫০ টাকা পিসের ডাব ৮০ টাকা।
তবে গত বছরের মতো এবারো ছোলা ও বেশন আটার দাম স্থিতিশীল রয়েছে প্রতি কেজি ছোলা ৮৫ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বেড়েছে খেসারি ডালের দাম। গত সপ্তাহে খেসারি ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর ২০০ টাকা কেজির নিচে কোনো মাছ নাই। এদিকে রমজানের অজুহাতে হঠাৎ করে বাজারে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ মধ্যনিম্ন, নিম্নবিত্ত খেটে খাওয়া দিনমজুরদের রীতিমতো নাভিশ্বাস উঠেছে।
এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন আগের বৃষ্টিতে সবজিখেতে সবজির উৎপাদন কমে যাওয়ায় সব ধরণের সবজির দাম বেড়ে গিয়েছে।অন্যদিকে বাড়তি দামের বোঝা বইতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গ্রামাঞ্চলের নিম্নআয়ের খেটে খাওয়া দিনমজুর মানুষদের। সবজি বিক্রেতারা বলেন, রমজানে সব ধরণের সবজির চাহিদা বাড়তি থাকায় বেগুন, শসার দাম একটু বেশি। তবে সরবরাহ বাড়লে দামও কমে যাবে। একাধিক ক্রেতা বলেন, রমজানের প্রথম দিনেই বেগুন, শসা ও খেজুরসহ সব ধরণের সবজি এবং মাছ মাংসেরও দাম বেড়ে গিয়েছে। বাড়তি দাম হলেও নিতে হবে, কারণ পেট আছে খেতে তো হবেই। এবিষয়ে তারা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।#
তানোরে কাঁচা বাজারে আগুন

Leave a Reply