জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে। এসময় বিদ্যালয়ে নতুন ভবন পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়।
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এহছানুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউএনও পরিমল কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম। অন্যান্যদের মধ্যে ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বিরামপুরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৭৯ লাখ ৩৫ হাজার ৩৮৩ টাকা।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Leave a Reply