নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের হল রুমে মোঃ রওশন আলী খান এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসাবে ২৫ মার্চ সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্যবহুল আলোচনা রাখেন সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো.মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা.মো.সোলায়মান মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক মোখলেছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাগরপুরে ২৫ মার্চ গণহত্যা বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা

Leave a Reply