মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
দারিদ্র্য পীরিত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শিক্ষার্থীদের দৈনন্দিন ক্যালোরি চাহিদা পুরণের নিমিত্তে সরকার স্কুল মিড-ডে মিল্ক কর্মসূচি গ্রহণ করেছে। গত একনেক সভায় চলতি বছর পাইলটিং প্রোগ্রাম এর মাধ্যমে দেশের ৫০টি স্কুলে মিড-ডে মিল্ক চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলা উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত কালীগঞ্জ শ্রীমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই পাইলটিং প্রোগ্রামের আওতায় আসে।
সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করার আগ্রহ প্রকাশ করে।
এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে অবস্থিত কালীগঞ্জ শ্রীমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোনাক্কা আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাজ্জাদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আফজালুল হক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ বায়েজিদ খন্দকার, পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার, ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাঃ সম্পাদক নাছিরুল হক সরকার, শ্রীমন্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, এলাকার সুধীবৃন্দ ও প্রাণিসম্পদ অফিসের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায় বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে পাইলটিং প্রোগ্রামের আওতায় চলতি মাস থেকে সপ্তাহে ৩ দিন অর্থাৎ বৎসরে ১৬০ দিন এই বিদ্যালয়ের ২০৮ জন শিক্ষার্থীকে ২০০ মিলিলিটার ইউএইচটি ( আল্ট্রা হাই টেম্পারেচার) পদ্ধতিতে প্রস্তুতকৃত দুধের প্যাকেট সরবরাহ করা হবে। যাতে করে শিশু শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা থাকে। এছাড়াও এতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াবে এবং ঝরে পড়ার হার কমবে।
ডিমলায় স্কুল মিড-ডে মিল্ক কর্মসূচির উদ্বোধন

Leave a Reply